বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

উল্লাপাড়ায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যায়ে নির্মাণ হচ্ছে মহান মুক্তিযুদ্ধের একটি স্মৃতি সৌধ। উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ঘাটিনা রেল সেতুর কাছে এ স্মৃতি সৌধের নির্মাণ কাজ চলছে। করতোয়া নদীর পাড়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে ২৪ এপ্রিল সিরাজগঞ্জে প্রথম প্রতিরোধ যুদ্ধ হয়। জানা যায় মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় এ স্মৃতি সৌধের নির্মাণ প্রকল্পটি হাতে নেয়। এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়। উল্লাপাড়া উপজেলা প্রকৌশল বিভাগ (এলজিইডি) এর নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন। স্থানীয় এলজিইডি অফিস সুত্রে জানা যায় স্মৃতিসৌধটির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহন করা হয়েছে। প্রকল্পটির নকসা মতে মূল সৌধটি হবে ৫৫ ফুট দীর্ঘ ও প্রস্থ ৪০ ফুট। এছাড়া অন্যান্য অবকাঠামো থাকছে। স্মৃতিসৌধ নির্মাণে ব্যায় ধরা হয়েছে ৩২ লাখ ৭১ হাজার ২৬৩ টাকা বলে জানা যায়। আগামী ২০১৯ সালের জুন মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানানো হয়। উল্লাপাড়ার ঘাটিনা রেল সেতুর এলাকাতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে ২৪ এপ্রিল পাক সেনাদের সিরাজগঞ্জ প্রবেশে বীর মুক্তিযোদ্ধাগন প্রতিরোধ গড়ে তোলেন। সেদিন প্রতিরোধ যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে ১৫ জন পাক সেনা নিহত হয়। এলাকার বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন পেশার জনগন মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান ঘাটিনায় একটি মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের বিষয়ে নানা ভাবে দাবী করে আসছিলো। অবশেষে তা বাস্তবায়ন হতে যাচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments