শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

রবিউল ইসলাম: লক্ষ্মীপুরের একটি বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার হওয়া মেছো বাঘটিকে আজ শনিবার বিকেলে ফেনী জেলার পশুরাম উপজেলার বিলোনিয়া রিজার্ভ ফরেষ্টে অবমুুক্ত করে দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার বিকেলে পৌর শহরের ৬নং ওয়ার্ডস্থ জাবেদ আলী ব্যাপারী বাাড়ি থেকে বাঘটিকে উদ্ধার করে সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মোহা: শাহজাহান আলি। উপজেলা প্রশাসন/ বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারী) দুপুুরে ওই বাড়ির মখবুল আহমেদের গোয়লঘর থেকে বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পেয়ে খাচায় বন্ধি করে রাখে স্থানীয়রা। আটকের পর থেকে বাঘটিকে একনজর দেখেতে ওই বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। দর্র্শনার্র্থীদের মধ্যে সারার রহমান ও সাদমান রহমান নামে দুজন শিক্ষার্র্থীর সহযোগীতায় শুক্রবার বিকেলে মেছো বাঘটিকে উদ্ধার করে সদর উপজেলা প্রশাসন। এসময় বাঘটির নাম সনাক্ত করেন উপজেলা নির্র্বাহী কর্র্মকর্তা মোহা: শাহজাহান আলি বলেন, দুুজন শিক্ষার্র্থীর সহযোগীতায় একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সম্ভবত বাঘটি আঘাতপ্রাপ্ত। প্রাথমিক চিকিৎসার পর বাঘটিকে ফেনী জেলার পশুরামপুর উপজেলার বিলোনিয়া রিজার্ভ ফরেস্টে অবমুুক্ত করার জন্য বন বিভাগের লোকজন কে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর উপজেলা বন বিভাগের লোকজন শনিবার সকালে ফেনী উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে বিকেলে সেই বাঘটিকে অবমুক্ত করে তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments