বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে নৌকার টিকিট পেলেন অধ্যক্ষ মামুনুর রশিদ

রায়পুরে নৌকার টিকিট পেলেন অধ্যক্ষ মামুনুর রশিদ

তাবারক হোসেন আজাদ: ইসির তফসিল অনুযায়ী আগামী ১৪ মার্চ তৃতীয় দফায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদের নির্বাচন। এতে আ’লীগ ও যুবলীগের ৬ জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। অবশেষে শনিবার রাতে (২৩ ফেব্রুয়ারী) রায়পুর উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ কেন্দ্রিয় আওয়ামীলীগের মনোনয়নবোর্ড থেকে মনোনয়ন পেয়েছেন। এতে এলাকার তৃণমূলের নেতাকর্মীরা উজ্জীবিত। মনোনয়নের খবর রায়পুরে পৌঁছলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেন। গত নির্বাচনে সাবেক উপজেলা জামায়াতের আমীর ও বিশিষ্ট ব্যবসায়ী হাবীবুর রহমান মিন্টুকে পরাজিত করে আ’লীগ নেতা মাস্টার আলতাফ হোসেন হাওলাদার জয়ী হন। অধ্যক্ষ মামুনুর রশিদ দীর্ঘদিন সাংবাদিকতার পর ১৯৯৮ সালে রায়পুর রুস্তমআলী ডিগ্রি কলেজে অদ্য পর্যন্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯১ সালে আ’লীগের রাজনীতি সক্রিয় থেকে বর্তমানে উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নেতাকর্মীসহ এলাকার শিক্ষিত বেকার যুবকদের সরকারি ও বেসরকারি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। ফলে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ১৯৮৩ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি পাস করে ছাত্র রাজনীতি, বন্ধ হয়ে যাওয়া দৈনিক বাংলার বানীতে ৮ বছর সাংবাদিকতা এবং বর্তমানে রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের ও উপজেলা আ’লীগ ও কয়েকদিন আগে সরকারীকরণ হওয়া ঐতিহ্যবাহী মার্চ্চেন্টস একাডেমীর সভাপতির দায়িত্ব পালন করছি। তার মরহুম পিতা মজিবুল হক ৩৮ বছর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বড় ভাই ফারুক আহাম্মদ বাচ্চু ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধুর সিকিউরিটি অফিসারের দায়িত্বে ছিলেন। সাবেক সাংসদ আলহাজ¦ হারুনুর রশিদ বর্তমানে বাংলাদেশ আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও ধানমন্ডি ক্লাবের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার তৃণমূল নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছেন। সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আমার পক্ষ থেকে মানুষের দ্বারে দ্বারে আমার জন্য ভোট চাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বাংলাদেশ এখন পৃথিবীর অনেক দেশের জন্য উন্নয়নের রোল মডেল। অন্য প্রার্থীরা বিদ্রোহী প্রার্থী না হয়ে শেখ হাসিনার প্রার্থীকে জয়যুক্ত করতে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। তৃণমূল নেতা ও জেলা পরিষদের সদস্য মঞ্জুর হোসেন সুমন বলেন, বেশিরভাগ ভোটার ও জনসংখ্যা মেঘনা উপকূলীয় অঞ্চলে ৪টি ইউনিয়ন জুড়ে লাখ লাখ খেটে খাওয়া মানুষ বসবাস করে। তাদের মধ্যে অধিকাংশই ভোটার। স্থানীয় ও জাতীয় নির্বাচনে তৃণমূল মানুষের ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এবারও অধ্যক্ষ মামুনুর রশিদের পক্ষে কাজ করছে। নির্বাচিত হলে রায়পুরকে একটি মডেল উপজেলা, আধুনিকমানের একটি শিশুপার্ক নির্মান, গ্যাসের সংযোগ ও সড়ক সংস্কারের উন্নয়ন করবো ইনশাল্লাহ। রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাজী ইসমাইল খোকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অধ্যক্ষ মামুনুর রশিদকে মনোনয়ন দেয়ায় রায়পুরে সাধারণ মানুষ খুশি হয়েছে। এ আসনটি রায়পুরের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ আসন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments