শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাবাকৃবিতে নারী দিবস উপলক্ষে র‌্যালি

বাকৃবিতে নারী দিবস উপলক্ষে র‌্যালি

রাফী উল্লাহ: “সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী পুরুষ সমতায় বিশ্ব গড়ো” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তর্জতিক নারী দিবস পালন করেছে বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (বাসা)। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড চত্বরে নারী দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করে তারা। ৮ মার্চ আন্তর্জতিক নারী দিবস। নারীদের প্রতি সাধারন সম্মান, শ্রদ্ধা, মহিলাদের আর্থিক, রাজনৈতিক, সমাজিক প্রতিষ্ঠা যেন নিশ্চিত হয় সেই উপলক্ষে এই দিবসটি সারা দেশব্যাপী উদযাপন করা হয়। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রায় ২০০ জন নারী দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালীতে অংশগ্রহন করেণ । কৃষি সম্পর্কে তাদের জ্ঞান বাড়ানোর জন্য, কৃষিকাজে নারীদের আগ্রহ বাড়ানো এবং নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য বাকৃবির ক্যাম্পসে অনুষ্ঠানটির আয়োজন করে। র‌্যালীতে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্টের (বাসা) এজিএম এবং ইনহ্যান্সিং রিসোর্চ ইনক্রিজিং ক্যাপাসিটি (ইনরিচ) এর সমন্বয়ক মো. জাকির হোসেন। এসময় তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে নারীরা সব দিক দিয়ে এগিয়ে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে আমরা গাজীপুরের দুইটি ইউনিয়নে কাজ করে আসছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments