শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্ধ

চান্দিনায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্ধ

মো.ওসমান গনি: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) কুমিল্লা জেলা নির্বাচন অফিসে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এসময় চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন সহ মোট ৬ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক পান। চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে ২ প্রার্থী- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান (আনারস) উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী – উপজেলা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সি (চশমা) ফয়সাল বারী মুকুল (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী – সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার (পদ্মফুল) ও স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস পান (ফুটবল) প্রতীক। এর আগে গত ৬ মার্চ এই উপজেলায় মোট ৭ প্রার্থীর মনোননয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাজমা আক্তার চৌধুরি তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় বাকি বৈধ ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। উল্লেখ্য, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments