বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে ৯৫% ভবন ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশংকা

রায়পুরে ৯৫% ভবন ঝুঁকিপূর্ণ, দুর্ঘটনার আশংকা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনে নেই ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপক যন্ত্র। ৯৫ ভাগ ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। তাই অগ্নিঝুঁকিসহ বড় দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আশংকা রয়েছে। ফায়ার সার্ভিস ও পৌর অফিসের তথ্যানুযায়ী, ১৯৯৪ সালে ১৬টি গ্রামকে ৯টি ওয়ার্ডে রুপান্তরিক করে প্রতিষ্ঠিত হয় রায়পুর পৌরসভা। পৌরসভাটি প্রথম শ্রেণির মর্যাদা লাভ করায় মানুষের বসবাস বাড়তে থাকে। এ লক্ষে যত্রতত্র গড়ে উঠে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন। এসব ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি। শতভাগ ভবনের মধ্যে পাঁচ শতাংশ ভবন বিল্ডিং কোড অনুযায়ী নির্মাণ করা হয়েছে। এছাড়া অনেকে তিন থেকে পাঁচ তলার অনুমতি নিয়ে ১০ তলা ভবন নির্মাণ করেছেন। অনেকে ভবন নির্মাণের সময় বিকল্প সিঁড়ির ব্যবস্থা করেননি। তাছাড়া অগ্নি প্রতিরোধক ব্যবস্থাও নেই ওইসব ভবনগুলোতে। রায়পুর পৌরসভার প্রকৌশলী জুলফিকার আহম্মেদ বলেন, প্রায় মালিকরা তাদের বাড়ী নির্মাণের সময় সংশ্লিষ্ট পৌর কার্যালয়ের সাথে যোগাযোগ না করেই নির্মাণ করা হয়। তাছাড়া পৌরসভার মাস্টার প্লান তৈরিতে সহায়তা দিয়ে থাকেন স্থানীয় সরকার মন্ত্রণালয় । সেই সহায়তাও তারা নেননি । ভবনগুলো ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে অপরিকল্পিত বহুতল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি পৌরবাসীর সচেতনতাও প্রয়োজন মনে করি। রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নিজেরা সচেতন না হয়ে দুর্ঘটনা ঘটলেই মানুষ ফায়ার সার্ভিসকে দোষারোপ করে থাকেন। সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে। ভবন মালিকদের একাধিকবার সচেতন করেও কোন লাভ হচ্ছে না। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া রায়পুরের নতুন এ স্টেশনে লোকবল সংকট থাকায় অভিযান পরিচালনা করতে সমস্যা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments