বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলারমজানে পন্যমুল্য স্থিতিশীল রাখতে রংপুরে টিসিবির পন্য বিক্রি শুরু

রমজানে পন্যমুল্য স্থিতিশীল রাখতে রংপুরে টিসিবির পন্য বিক্রি শুরু

জয়নাল আবেদীন: পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পন্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারন মানুষকে ন্যায্য মুল্যে পন্য বিক্রির উদ্দেশ্যে সারাদেশের মত রংপুরেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি। সকালে সিটি কর্পোরেশন মুল ফটকে পণ্য বিক্রির উদ্ধোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান। তিনি পর্যাপ্ত পরিমানে নিত্য প্রয়োজনীয় পন্য নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্য মূল্যে বিক্রির জন্য প্রধানমন্ত্রী ও বানিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। টিসিবির আঞ্চলিক কর্মকর্তা জানান, রংপুর সিটি কর্পোরেশনের ৫টি স্থানে ৫জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৫শ লিটার সয়াবিন তৈল, ৪শ কেজি চিনি , ৩শ কেজি ডাল বিক্রি শুরু হয়েছে। তবে ছোলা ও খেজুর বিক্রি শুরু হয়নি। এ জন্য সিটি কর্পোরেশনে ৯৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। একই ভাবে রংপুর বিভাগে প্রতিটি জেলায় ২টি ট্রাকে ১২ কেজি মালামাল ন্যায্য মুল্যে বিক্রি শুরু হয়েছে। এজন্য ৩৬০ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ভোক্তারা টিসিবির এই মালামাল চাহিদার তুলনায় অপ্রতুল বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments