শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসৈয়দপুর হাসপাতালে সুভার কার্যক্রম পরিদর্শনে অস্ট্রেলিয়ান দুতাবাস কর্মকর্তাগণ

সৈয়দপুর হাসপাতালে সুভার কার্যক্রম পরিদর্শনে অস্ট্রেলিয়ান দুতাবাস কর্মকর্তাগণ

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবার স্বেচ্ছাসেবীদের সংগঠন সুভার সেবামূলক কার্যক্রম পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্মকর্তাগণ। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় তারা হাসপাতালের সেবামূলক কার্যক্রম দেখতে আসেন। হাসপাতালে সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্বনয়ে গঠিত সৈয়দপুর ইউনাইটেড ভলেন্টিয়ার্স এসোসিয়েশন ‘সুভা’ কর্তৃক আগত রোগীদের মাঝে ওই সেবামূলক কার্যক্রম দেখে দুতাবাসের ফার্স্ট সেক্রেটারী এ্যাঞ্জেলা নাইমন সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দুতাবাসের প্রোপ্রাম ম্যানেজার শাহরিয়ার ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.গোলাম কিবরিয়া, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুর রহমান প্রমুখ। এসময় ইউএনও অস্ট্রেলিয়ান দুতাবাসের কর্মকর্তাদের সুভার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করেন। স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সুভার জোছনা বেগম, সিনথিয়া, জিনাত আরা জিতু, আমির খান, হাসানুর হিরা, নওশাদ আনসরী, খন্দকার আবিদা সুলতানা রিয়া, সোহেল রানা ইউএস সহ সুভার অন্যান্য স্বেচ্ছাসেবকরা। উল্লেখ্যঃ সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আগত রোগীদের স্বেচ্ছায় সেবা প্রদান করে আসছে সুভার বিভিন্ন সদস্য সংগঠন। হাসপাতালে ডাক্তারসহ বিভিন্ন জনবল সংকট নিরোসনে আগত রোগীদের সেবা নিশ্চিত করতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম.গোলাম কিবরিয়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে সুভা গঠন করেন। আর এভাবে সুভার সদস্য সংগঠনগুলো প্রতিদিন হাসপাতালে স্বেচ্ছায় সেবাদান দিয়ে আসছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments