বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাডোমারে ভ্রাম্যমান আদালতে দুই জুয়াড়ির ১৫দিনের জেল

ডোমারে ভ্রাম্যমান আদালতে দুই জুয়াড়ির ১৫দিনের জেল

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর ডোমারে পুলিশ কর্তৃক দুই জুয়ারীকে আটক করার পর ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।বুধবার(২৪শে এপ্রিল) দন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার (২৩এপ্রিল) বিকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপতি এলাকায় একটি বাঁশঝাড়ে জুয়া খেলা অবস্থায় দক্ষিণ গোমনাতী ৫নং ওয়ার্ডের মুছা মিয়ার ছেলে সেলিম রেজা (৫০) ও মৌজা বামুনিয়া মিস্ত্রি পাড়া গ্রামের মফিজুল ইসলামে ছেলে আলম হোসেন (৩০) নামে ২যুবককে গ্রেফতার করেন ডোমার থানা পুলিশ। এসময় বাকী খেলোয়াড় সঙ্গীরা সব পালিয়ে যায়।পরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬৭ সালের জুয়া আইনে ৪ধারায় মোতাবেক প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডোমারে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে । বুধবার দুপুরে দন্ডপ্রাপ্ত দুই জুয়াড়িদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments