বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ জ্যামের সৃষ্টি

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ জ্যামের সৃষ্টি

মিজানুর রহমান: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইতে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ দূঘর্টনার কারনে প্রায় ১০ কিলোমিটার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে। ঢাকা-আরিচা মহাসড়কের কালামপুর সংলগ্ন কেলিয়া ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়না জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আরিচাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৮৫৬৪) একটি দূর পাল্লার বাস ঢাকা-আরিচা-মহাসড়কের ধামরাই উপজেলার কেলিয়া ব্রিজের উপর ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় বিপরীতমুখী একটি ইটবোঝাই ট্রাকের (যশোর ট-১৪০) সাথে ঐ বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দূঘটনায় হতাহতের খবর জানা যায়নি। এ সময় মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হলেও দুর্ঘটনাকবলিত যান দুটিকে সড়ক থেকে রাতেই সরিয়ে ফেলা হয়েছে।এরপর যানচলাচল স্বাভাবিকভাবে হয়েছে। এ ব্যাপারে ধামরাই ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে কোন তথ্য জানাতে পারেনি। এছাড়া দুর্ঘটনায় হতাহতের তথ্য জানতে মানিকগঞ্জ ও ধামরাই সরকারি হাসপাতালে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments