শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

কায়সার হামিদ মানিক: উখিয়ার কোটবাজারে ভ্রাম্যমাণ আদালতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারের আল রশিদ কুলিং কর্ণারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও মুদির দোকান গুলোতে মূল্যতালিকা না টাঙানোর দায়ে ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে কামাল স্টোরকে ১০ হাজার, মাহবু স্টোরকে ১০ হাজার, আলমগীর স্টোরকে ৫ হাজার ও রামি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলমসহ অন্যান্যরা।
এর সত্যতা নিশ্চিত করে স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আলম বলেন, রমজান মাসে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments