শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের সংস্কার কাজ ১৪ মাসেও শেষ হয়নি

রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের সংস্কার কাজ ১৪ মাসেও শেষ হয়নি

তাবারক হোসেন আজাদ: রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর ব্যস্ততম আঞ্চলিক মহা-সড়ক। এ সংস্কার কাজটি এক বছরের মধ্যে শেষ করার কথা থাকলেও গত ১৪ মাসেও সংস্কার কাজ শেষ হচ্ছে না। ঠিকাদারের গাফিলতি, অবহেলা, অনিয়ম, সড়কে ধুলায় পানি না দেওয়া ও কয়েকটি স্থানে নিুমানের পাথর দিয়ে বড়-বড় গর্ত ভরাট করার গত এক মাস সংস্কার কাজ বন্ধ রয়েছে। সড়কের দু’পাশ থেকে মাটি নিয়ে আবার সড়কেই লাগানো হচ্ছে। সড়কের দু’পাশে প্রায় দু’হাজার গাছ কাটলেও গোড়া রেখে আগা কেটে নিয়ে যাওয়ায় ছোট যানবাহন দূর্ঘটনার শিকার হয়ে অনেকেই মারাত্মক আহত হচ্ছেন। সড়কে নিয়মিত পানি ছিটানোর কথা থাকলেও তা মানছে না ঠিকাদার। নিয়ম অনুযায়ী প্রতিদিন লরিতে করে ধুলা রোধে পানি ছিটানোর কথা থাকলেও তা না দেওয়ায় আশপাশের গাছপালা ও ফসলের ক্ষেত বিবর্ণ হয়ে গেছে। এতে পথচারী, গ্রামবাসী ও পরিবহন চলাচলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে। লক্ষ্মীপুর সওজ সূত্র জানায়, লক্ষ্মীপুর থেকে রায়পুরের বর্ডার পর্যন্ত ২০ কিলোমিটার নির্মাণের জন্য ৫৮ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ৫৭ টাকা বরাদ্দ হয় এবং চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক নির্মাণে ৭৪ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬৯ টাকা বরাদ্দ হয়। এর মধ্যে নতুন মাটি ব্যবহারের জন্য বরাদ্দ রয়েছে ৮ কোটি ১৯ লাখ ২৭ হাজার ১১৮ টাকা। নতুন মাটি ব্যবহারের জন্য ১০ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ৯৩৯ টাকা বরাদ্দ রয়েছে। কয়েকদিন আগে রায়পুর কয়েকটি অংশের কাজের জন্য পূনরায় ৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই সংস্কার কাজ দুটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান কুমিল্লা রানা বিল্ডার্স। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথভাবে কাজে চুক্তিবদ্ধ হয় হাসান বিল্ডার্স ও মেসার্স সালেহ আহমেদ। তারা ২০১৭ সালের ডিসেম্বরে কাজ শুরু করে ১৪ মাসেও তা শেষ হচ্ছে না। অথচ পাশের তিনটি উপজেলার মহাসড়কের কাজ গুলো ৮ মাসেই সমাপ্ত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, ধীরগতিতে সংস্কার কাজের পাশাপাশি রাখালিয়া, রবিদাশের পোল, মাইলের মাথা ও চালতাতলি নামক স্থানে বড়-বড় গর্তগুলো নিুমানের পাথর দিয়ে ভরাট করছে। সড়কে বেরোলেই মুখোমুখি হতে হচ্ছে ধুলাবালির। এ দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। ধুলাবালুর আন্তরণে ঢাকা পড়ে যাচ্ছে সড়কের আশপাশের ভবন, দোকানপাট ও গাছপালা। এ সড়কে পথচারী আর যাত্রীদের চলাচল করতে হয় নাক ও মুখ চেপে। দেখে মনে হয় মরুভূমিতে বসবাস করছে মানুষ। এ যেন দেখার কেউ নেই। সড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন চালক ও শিক্ষার্থী বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার-হাজার যানবাহন চলাচল করছে। ১৫ কিলোমিটারের সড়ক গত ১৪ মাস ধরে সংস্কার কাজ করা হচ্ছে। ৫ কিলোমিটার সড়কের বড়-বড় গর্ত নি¤œমানের পাথর দিয়ে ভরাট করা হয়েছে। কর্তৃপক্ষকে বললেও কোন লাভ হয় না। ধুলা-বালির কারণে আমাদের চোখ জালা পোড়া করে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সড়কের কিছুদূর পর পর এক লেন বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচলের সময় দূর্ভোগ পোহাতে হচ্ছে। লক্ষ্মীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শুভ্রত দত্ত মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন, ঠিকাদারকে সড়কে নিয়মিত পানি ছিটানোর জন্য বলা হয়েছে। সড়কটির সংস্কার কাজ সঠিকভাবে কাজ তদন্ত কয়েকদিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক সংস্কার কাজের ঠিকাদার হাসান বিল্ডার্স ও মেসার্স সালেহ আহমেদ জানান, অর্থনৈতিক ও সড়ক সংস্কার কাজে ব্যবহারকৃত যন্ত্রপাতির সমস্যা ও মন্ত্রনালয়ের কিছু কাজ অনুমতি না পাওয়ার কারণে সড়কের কিছু অংশের কাজ দেরী হচ্ছে। সহসায় বাকী কাজগুলো শেষ করা হবে। পানি ছিঠানো ব্যবস্থা করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments