সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলালক্ষ্মীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত

লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত

মো: রবিউল ইসলাম খান: লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কাজী মামুন (২২) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা আহত হয়েছে। মঙ্গলবার (২১ মে) রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ওই স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। জানা গেছে, কাজী মামুন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের শামছুল আলমের ছেলে ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী সাইফ উদ্দিন নিরব ও সিয়াম আহমেদ বিজয় বলেন, রাত সাড়ে ৮টার দিকে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাজী মামুনের উপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী মামুন বলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহ-সভাপতি রাজিবুল ইসলাম নিশান (২৮) এক দল সন্ত্রাসী নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। এসময় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদ, দ্বাদশ শ্রেণির ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব (১৯), ৬নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. সবুজ (১৯), চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সদস্য শাহ-পরান শাকিলসহ আরো ১৫/২০ জন আমাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে। তারা স্থানীয় ডাকাত বাবলু বাহিনীর সদস্য। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। যার ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায় নি। তবে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম আলাউদ্দিন বলেন, কাজী মামুনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments