শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, সড়কে দীর্ঘ যানজট, ভোগান্তি

কাগজ প্রতিনিধি: ফরিদপুর শহরতলীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন । আজ শনিবার ভোরে শরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে ট্রাক ড্রাইভার ইসলামের পরিচয় জানা গেছে। তিনি মাগুরা সদরের বাসিন্দা নওশেরের ছেলে। নিহত ওপর ব্যক্তি ও আহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
তিনি জানান, আজ ভোরে পূর্বগঙ্গাবদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও দুজন।
পরে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহত দুই ব্যক্তির লাশ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।
এদিকে এ দুর্ঘটনার ফলে ভোর থেকেই বন্ধ হয়ে যায় ঢাকা-খুলনা মহাসড়কের সব ধরনের যানবাহন চলাচল। এতে করে চরম ভোগান্তির মুখে পড়েছেন ঈদযাত্রায় থাকা মানুষজন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাস্তার ওপরে পড়ে থাকা দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সরাতে কাজ শুরু করেছে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments