শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারিফাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত ৮জন গ্রেফতার: আইজিপি

রিফাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত ৮জন গ্রেফতার: আইজিপি

জয়নাল আবেদীন: পুলিশের আইজি ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, রিফাত হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রিফাত হত্যা মামলায় এফআইআর এর বাইরেও কেউ জড়িত আছে কিনা সিসি টিভির ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চলছে । তিনি গতকাল রবিবার বিকেলে রংপুর জেলা পুলিশের নবনির্মিত নতুন ভবনের উদ্ধেধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এই কথা বলেন। আইজিপি বলেন, রিফাত হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে, পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। পুলিশ, কাউন্টার টেরিজম, ডিবি, সিআইডি পিবিআই, র‌্যাব সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি সীমান্তে অপরাধিদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে যবি দেখে তাদের সনাক্ত করতে পারে। সীমান্ত গুলোতে নজনদারী বাড়ানো হয়েছে যাতে করে তারা পালিয়ে যেতে না পারে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে ঘটনার মীল হোতারা ধারা পড়বে বলে জানান পুলিশ প্রধান। আইজি ড. জাবেদ পাটোয়ারী আরো বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সুয়োগ সুবিধা আরো বাড়ানো হবে। সরকার এব্যাপারে আন্তরিক বলে জানান তিনি। এরপর তিনি মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং এর সমাবেশ, র‌্যালী এবং অভিষেক অনুষ্ঠানে যোগদান করেন। ৬ কোটি ৩৮ লাখ ৯০ জাহার টাকা ব্যয়ে রংপুর জেলা পুলিশের এই ভবন নির্মাণ করা হয়েছে। ৬ তালা বিশিষ্ট পুলিশ ভবনের তৃতীয় তার কাজে শেষে হয়েছে। বাকি কাজ এই বছরে শেষ হবে বলে রংপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments