জয়নাল আবেদীন: রংপুর সিটি করপোরেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় চার সপ্তাহের বেশি সময় ধরে সার্ভার ত্রুটি দেখা দেয়ায় নিবন্ধন করতে আসা শত শত মানুষ বিপাকে পড়েছে। অনেকে নিবন্ধন করতে না পেরে ফিরে যাচ্ছেন । বিশেষ করে নতুন ভোটার প্রত্যাশিরা বিড়ম্বনার শিকার । মেয়রের প্রতিনিধি লুসিড জানান, একটি সার্ভার দিয়ে সারা দেশের নিবন্ধন করা হয়। তাই নিবন্ধন করতে সময় লাগছে বলে জানান তিনি। রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষাথী আমিনুল ইসলাম এখনও ভোটার হননি। হাল নাগাদ ভোটার হতে তার জন্ম নিবন্ধন সনদ দরকার। এজন্য তিনি রসিকের জন্ম ও নিবন্ধন শাখায় আবেদন করেছিলেন গত ১৬ জুন। তাকে ওই সনদটি দেওয়ার কথা ছিল ২৫ জুন। কিন্তু এখনও তিনি তা পাননি। এমনকি নির্ধারিত সময় মৃত্যু সনদ নিতে এসেও ফিরে যাচ্ছেন অনেকে। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাতাব হোসেন জানান, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে হালনাগাদ ভোটার কার্যাক্রম শুরু হয়েছে। নতুন ভোটারদের জন্ম নিবন্ধন সনদ দেখা হয়ে থাকে। রসিক জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা গেছে, সেখানে প্রচন্ড ভিড়। বিশেষ করে নতুন ভোর প্রত্যাশিদের ভিড় ছিল উল্লেখযোগ্য। অনেকে সনদ না পেয়ে ফিরে যাচ্ছেন। রসিক জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রেজিস্ট্রার শাখা থেকে পরিচালিত হচ্ছে সারা দেশে একটি জন্ম ও মৃত্যু নিবন্ধন অনলাইন সার্ভার। এই সার্ভারটি চলতি বছরের ৯ জুন থেকে ত্রুটি দেখা দিয়েছে। এই ত্রুটি জনিত কারণে সময় মত জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সরবরাহ করা যাচ্ছেনা। এবিষয়টি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের রেজিস্ট্রেশন শাখায় বার বার তাগিদ দেওয়ার পরও কোন কাজ হচ্ছেনা। প্রতিদিন শতাধিক জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরম জমা হচ্ছে। তারা সরবরাহ করতে পারছেন ৪ থেকে ৫টি করে। রংপুর সিটি কর্পোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার প্রধান শামিম হোসেন জানান, মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার পরও কোন কাজ হচ্ছেনা ফলে তারাও এখন হতাশ ।