বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাবেনাপোল দিয়ে ভারতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হস্তান্তর

বেনাপোল দিয়ে ভারতে বঙ্গবন্ধুর ভাস্কর্য হস্তান্তর

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি ভাস্কর্য ভারতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩টায় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ভাস্কর্যটি ভারতীয় প্রতিনিধির হাতে তুলে দেয়।

ভাস্কর্যটি গ্রহণ করেন ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-দুতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফাস্ট সেক্রেটারি সামসুর আরিফ ও প্রটোকল অফিসার আজিজুল আলম।

বাংলাদেশের পক্ষে ছিলেন, বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার আব্দুল মতিন, বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ও চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহসহ প্রশাসনিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-দুতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) বিএম জামাল হোসেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কলকাতার মুসলিম বিশ্ববিদ্যালয়ের বেকার হোস্টেলের ২৪ নাম্বার কক্ষে থেকে লেখাপড়া করতেন। সেখানে তার স্মৃতি ধরে রাখার জন্য দুই দেশের সরকারের আন্তরিকতায় একটি ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ আগস্ট ভাস্কর্যটি আনুষ্ঠানিকভাবে স্থাপিত হবে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments