বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু

আহসান হাবিব: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বাদশা মোল্লা (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১আগষ্ট) ভোরে নগরীর বেসরকারী হাসপাতাল পার্কভিউতে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে। নিহত বাদশা মোল্লা সীতাকু- উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর সমাদরপাড়া পাহাড়িকা আবাসিক (জাফরাবাদ) এলাকা বাসিন্দা আব্দুল ওয়াহাব মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার জানান, শনিবার ভোরে পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনরোগী মারাগেছেন। এটা এই বছর প্রথম চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়ার ঘটনা।

এদিকে পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, বাদশা ২২ আগস্ট হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এছাড়া তিনি অন্যান্য রোগেও ভুগছিলেন। পরবর্তীতে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। শনিবার ভোর পাঁচটার দিকে বাদশা মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments