মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাসোনারগাঁয়ে সৎ মায়ের হাতে শিশু নির্যাতনো অভিযোগ

সোনারগাঁয়ে সৎ মায়ের হাতে শিশু নির্যাতনো অভিযোগ

গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপুরদী মানকাভিটা গ্রামে সৎ মায়ের হাতে সাত বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে রুটি তৈরির বেলুন দিয়ে পিটিয়ে আহত করা হয় শিশুটিকে। আহত শিশু সামিয়াকে এলাকাবাসী উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিশুর মা কারিমা আক্তার বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২-৩জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার অভিযোগে শিশুর মা উল্লেখ করেন, উপজেলার সোনারগাঁ পৌরসভার টিপুরদী মানকাভিটা গ্রামের মুল্লুকচাঁনের ছেলে সৌদী প্রবাসী আল আমিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে জন্ম দেয় দুই পুত্র সন্তান মোহাম্মদ ও আব্দুল আজিজ ও একটি কন্যা সন্তান সামিয়ার। তাদের পারিবারিক কলহের কারণে তাকে রেখে তার স্বামী আল আমিন আরো একটি বিয়ে করে। বিয়ের পর থেকে প্রবাসী স্বামী তাকে বাবার বাড়ি রূপগঞ্জে পাঠিয়ে দেয়। পারিবারিক কারনে তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গত এক মাস পূর্বে সে বিদেশ থেকে মোবাইল ফোনে সীমা আক্তার নামের এক মহিলাকে বিয়ে করে। বিয়ের পর তার স্বামীর অনুপস্থিতিতে তার দুই ছেলে ও

এক মেয়ে সামিয়াকে কারনে অকারনে মারধর করে। গত শুক্রবার বিকেলে তার স্বামী আল আমিনের নির্দেশে তার মেয়ে সামিয়াকে রুটি তৈরির কাঠের বেলুন দিয়ে পিটিয়ে আহত করে। পাশর্^বর্তী বাড়ির লোকজন শিশু সামিয়াকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর শিশু সামিয়ার মা কারিমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানার অভিযোগ দায়ের করেছেন। টিপুরদী গ্রামের বাসিন্দা ও পঞ্চচায়েত কমিটির সভাপতি আঃ খালেক প্রধান জানান, সামিয়ার বাবা বিদেশ থাকে। তার বাবার অনুপস্থিতিতে তার সৎ মা বিভিন্ন সময়ে শারিরিক ভাবে নির্যাতন করে। সৎ মায়ের নির্যাতনে শিশু মেয়েটি অসুস্থ্য হয়ে পড়েছে। মেয়েটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিশু নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে নির্যাতনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments