মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়া নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে অনিয়ম পেয়ে কাজ বন্ধ করলের নিবার্হী কর্মকর্তা

কেন্দুয়া নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে অনিয়ম পেয়ে কাজ বন্ধ করলের নিবার্হী কর্মকর্তা

হুমায়ুন কবির: নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভায় পারভীন সিরাজ মহিলা কলেজের ৪ তলা ভবনের নিমার্ণ কাজ পরিদর্শনে গিয়ে নিমার্ণীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।

মঙ্গলবার কলেজের ১তলা ছাদের ঢালাই কাজ পরিদর্শনে তিনি জানতে পারেন প্রকল্পের নিয়ম অনুযায়ী ভবনের নিধার্রিত গুনগত মান পরীক্ষিত ৪টি ব্রান্ডের রড ব্যবহার করার কতা থাকলেও ঠিকাদার ১টি ব্যান্ডের রড পুরো ছাদে ৫-১০টি রড বিএসআই ব্রান্ডের।

বাকী সব রড অনুনোমোদিত ব্যান্ডের।

এসময় তিনি তাৎক্ষনিকভাবে বলেন ছাদের ঢালাই কাজ বন্ধ রাখার জন্য।

এবং সম্পুর্ণ ছাদের রড পরিবর্তনের নির্দেশ দেন।

এছাড়াও তিনি সকল রড পরিবর্তনের পর ছাদের ঢালাই কাজ শুরুর ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরাবর চিঠিও দিয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে ঠিকাদারী কাজে দায়িত্বরত ঠিকাদার মাসুদ রানা জাস্টিজ এর সত্যতা স্বীকার করে বলেন, রড পরিবর্তন করেই আমরা কাজ করব।

উল্লেখ, ৪র্থ তলার ১তলা পর্যন্ত কাজের ব্যয় ধরা হয়েছে ৭৫লাখ টাকা।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, অনিয়মের বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলীকে জানানো হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments