শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে মোশারফ হত্যা: ৪৫ দিন পর লাশ উদ্ধার, অধরা মূল হোতা

কালিহাতীতে মোশারফ হত্যা: ৪৫ দিন পর লাশ উদ্ধার, অধরা মূল হোতা

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে হত্যার দেড় মাস পর বুধবার বিকালে উপজেলার গজারিয়া বিল থেকে প্রবাসী মোশারফ মিয়ার (২৫) অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া ও প্রদানকৃত টাকা ফেরত চাওয়ায় ভাই-বোনের হাতে গত ৪ আগস্ট খুন হোন মোশারফ। হত্যার পরিকল্পনাকারী ও অন্যতম আসামি পারখী দাখিল মাদরাসার শিক্ষক আকতার হোসেন এখনও অধরা থাকায় নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ফরেনসিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হলে রাতে জানাযা নামাজ শেষে মাইদারচালা সামাজিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, নিহত যুবক ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা নয়াবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে। গত ৪ আগস্ট রবিবার রাত ৯ টায় নিখোঁজ হন মোশারফ মিয়া। পরদিন ঘাটাইল থানায় নিখোঁজ জিডি করা হয়। জিডি ও মোবাইলের কললিস্টের সূত্র ধরে প্রতিবেশী একই গ্রামের সৌদী প্রবাসী ইসমাঈল হোসেনের স্ত্রী নাছিমা (৩৫)কে আটক করে পুলিশ ও পরে তার ভাবী সোনিয়াকেও আটক করা হয়। হত্যার পরিকল্পনাকারী ও অন্যতম আসামি নাছিমার ভাই উপজেলার বীরবাসিন্দা গ্রামের মৃত মেছের আলী মন্ডলের ছেলে পারখী দাখিল মাদরাসার শিক্ষক আকতার হোসেন এখনও অধরাই রয়ে গেছেন। কালিহাতী থানার ওসি হাসান আল মামুন লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, লাশটির ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও অন্যতম আসামী নাছিমার ভাই আকতার হোসেনকে গ্রেপ্তারে সকল চেষ্টা অব্যাহত আছে। মামলার বাদী নিহত মোশারফের ছোট ভাই কলেজছাত্র সজিব মিয়া হত্যার পরিকল্পনাকারী ও অন্যতম আসামি পারখী দাখিল মাদরাসার শিক্ষক আকতার হোসেনের দ্রুত গ্রেপ্তার দাবি করে বলেন, ২০১২ সাল থেকে আমার ভাই সৌদীতে ছিলেন। তিনি কষ্টার্জিত অধিকাংশ টাকা-পয়সা নাছিমাকে পাঠিয়েছেন। এবার রমজান মাসে দেশে ফিরে টাকা ফেরত চাইলে নাছিমা ও তার ভাই মিলে আমার ভাইকে নির্মমভাবে খুন করেছেন। আমরা এর উপযুক্ত বিচার চাই। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালিহাতী থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন বলেন, নাছিমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তিনি জেল হাজতে আছেন। আর নাছিমার ভাবী সোনিয়াকে দুই দিনের রিমা-ে নেয়া হলে তার স্বামী আকতার হোসেন ঘটনার সাথে সম্পৃক্ত বলে জানিয়েছেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আকতার হোসেনকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments