বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাপেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: রংপুরে বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: রংপুরে বাণিজ্যমন্ত্রী

জয়নাল আবেদিন: রংপুর ৪ পীরগাছা-কাউনিয়া আসনের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করেছেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। সোমবার দুপুরে রংপুর মহানগরীর সেন্টাল রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কিছু অবৈধ মজুদদারের কারনেই দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খুব্ শিগগির তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রী বলেন, মাঠে দশটি টিম কাজ করছে। ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫টাকা করে পেঁয়াজ বিক্রয় হচ্ছে। রংপুরে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রয়ের ব্যপারে ব্যবস্থা নেয়া হবে। যাতে মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধা না হয় |

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments