শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপ্রশ্নপত্র সরবরাহ না করায় সাঁথিয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা

প্রশ্নপত্র সরবরাহ না করায় সাঁথিয়ায় নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের এ বছর এসএসসি নির্বাচনী পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ করা হয়েছে । শুধু নৈর্ব্যত্তিক ৩০ মার্কের পরীক্ষা দিয়েই চলে যেতে হয়েছে তাদের। এতে করে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে । অভিযোগে জানা গেছে সাঁথিয়ার ঐতিহ্যবাহী সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ে এ বছর ১’শ৮৯জন শিক্ষার্থী এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবার বিকাল হাফে (২টা থেকে ৫টা পর্যন্ত ) ছিল সাধারণ গণিত পরীক্ষা। যথযথভাবেই পরীক্ষা শুরু করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ৩০ মার্কের নৈর্ব্যত্তিক পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল প্রশ্নপত্র সরবরাহ করতে না পারায় ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। পরবর্তী ২৮ অক্টোবর তারিখে পরীক্ষা নেয়া হবে বলে তাদের জানিয়ে দেয়া হয় । এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষকের দায়িত্বহীনতাকেই দায়ী করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথকে জানান, ভুলবশতঃ ওই প্রশ্নপত্রের প্যাকেটটি আসেনি। শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর এ পরীক্ষাটি নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ জানান, আমি ওই বিদ্যালয়ের সভাপতি অথচ আমাকেই বিষয়টি জানানো হয়নি। আপনাদের মাধ্যমে জানতে হল। বিষয়টি আমি দেখবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments