শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সরঞ্জামাদিসহ আটক ৩

ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরির সরঞ্জামাদিসহ আটক ৩

বাংলাদেশ প্রতিবেদক: শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এক অভিযানে বিআরটিএর সিল ও কাগজপত্রসহ সদর থানার ক‌লেজ মোড়স্থ আলিফ ক‌ম্পিউটার দোকানে অভিযান ক‌রে ছয়‌টি সিল, তিন‌টি পি‌সিসহ তিনজন‌কে আটক করা হয়েছে।

আটককৃতরা দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্রের সহায়তায় ড্রাইভিং লাইসেন্স তৈরীর এবং দালালির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর সঙ্গে আর কারা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

নিরাপদ সড়কের জন্য দক্ষ চালক প্রয়োজন। এ লক্ষ্যকে সামনে রেখে জেলা পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে। পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, মাদক, জুয়া, ট্রাফিক আইন ও বাল্যবিবাহ রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কুড়িগ্রামবাসীর নিকট কোনো তথ্য থাকলে তা পুলিশ জানিয়ে সহায়তা করার অনুরোধ রইলো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments