শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাদেশ প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাবুল আক্তার (৪৬) নামের এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছে।
শনিবার ভোর ৪ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাবুল উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামের রমিজ উদ্দীনের ছেলে বলে জানা যায়।
সীমান্ত সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে পাড়িয়া সীমান্তের ৩৮৪/২ এস মেইন পিলার বরাবর ভারতীয় বারোঘড়িয়া ক্যাম্প তারকাটার সংলগ্ন এবং বাংলাদেশ সীমান্তের ৫০ গজ অভ্যন্তরের নো ম্যানস ল্যান্ড দিয়ে অবৈধপথে প্রবেশের সময় বিএসএফ গুলি ছুড়লে আহত হন সাবুল আকতার। পরে আহত অবস্থায় পালিয়ে আসার সময় তার মৃত্যু হয়। এর পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। তবে দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ ফেরত দেবার বিষয়ে বিজিবি এবং বিএসএফ’র মধ্যে কোন ধরনের বৈঠক হয়নি ।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত এ কে এম আতিকুর রহমান বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম সামিউন্নবিকে মুুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০১৯ সালের শুরুর দিকেও জানুয়ারিতে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সীমান্তে ৪ এবং বছরের শেষের মাস ডিসেম্বরে ৩ বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments