বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় দূর্যোগ সহনীয় ৩০টি বসত ঘর ও ১০টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

উল্লাপাড়ায় দূর্যোগ সহনীয় ৩০টি বসত ঘর ও ১০টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এবং দূর্যোগ সহনীয় ৩০টি বাসগৃহ (ঘর) উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে প্রধান অতিথি হয়ে একযোগে এর উদ্বোধন করেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলি ইসলাম কবিতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, মডেল থানা অফিসার ইনচার্জ মীর শাহীন শাহ পারভেজ প্রমুখ। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে, ৭ কোটি ৮৫ লাখ ৭৬ হাজার ৮শ ২৫ টাকা ব্যায়ে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শ্রেণি কক্ষ নির্মান করা হয়। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যায়ে ১৪টি ইউনিয়নে ৩০টি দূর্যোগ সহনীয় বসত ঘরের নির্মান কাজ বাস্তবায়ন করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments