শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে বেপরোয়া উঠতি বয়সের কিশোর গ্যাং

রায়পুরে বেপরোয়া উঠতি বয়সের কিশোর গ্যাং

বাংলাদেশ প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রতিটি জনপদে বর্তমান সময়ে অনেকটা ফিল্মষ্টাইলে দাপিয়ে বেড়াচ্ছে উঠতি বয়সের বিপদগামী কিশোর গ্যাং। দিবারাত্রিতে তারা ইভটিজিং, মাদক বেচাকেনা, সেবন, ডিজে পার্টি ও চুরি-ছিনতাই নিয়ে ব্যস্ত থাকে এই গ্যাংয়ের কিশোররা। বর্তমানে শহর ছাড়াও উপজেলাজুড়ে ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের অবাধ বিচরণ। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ শাহ পরান সাকিন, বিপ্লব হোসেন মরু, ইয়াছিন আরাফাত অপু ও রাকিব হোসেন নামের কিশোং গ্যাংয়ের লিডারসহ চার সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। গত সোমবার বামনী ইউপির সাগরদী গ্রামের দশম শ্রেণীর এক মাদ্ধসঢ়;রাসা ছাত্রীকে বার্ষিক বনভোজনে না যাওয়াকে কেন্দ্র করে সবুজ নামের কিশোর গ্যাংয়ের এক সদস্য তার আট বন্ধ কে নিয়ে গাড়ীতে হামলা,ভাংচুর ও দুইজনকে পিটিয়ে আহত করে।এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সমাবেশ, মানববন্ধন করে। ঘটনার দিনই হযরত খাদিজাতুল কোবরা (রা:) দাখিল মাদ্ধসঢ়;রাসার সুপার মাওলানা আব্দুল আলিম বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু ঘটনার পর থেকে কিশোর গ্যাংরা মামলা তুলে নেওয়ার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্রাব্য মন্তব্যসহ ফোনে হুমকি দিয়ে আসছেন। এ ঘটনার ৫দিন পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেননি। তবে মামলা তদন্ত কর্মকর্তা এএসআই ইয়াছিন আরাফাত বলেন, আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবেঁধে দিনের বেশিরভাগ সময় বিপনী বিতান এবং স্কুল-কলেজের সামনে অকারণে সময় কাটাচ্ছে। সুযোগ বুঝে গ্যাংয়ের সদস্যরা স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও বিপনী বিতানে আগত নারী ক্রেতাদের উত্ত্যক্ত করছে। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কিশোর গ্যাং দলের সদস্যদের চলাফেরা দেখতে অনেকটা ভিন্নরকম। তাদের পরনে থাকে টি-শার্ট, জিন্স প্যান্ট। চোখে সানগ্লাস। চুলে নিত্যনতুন স্টাইল। তাদের বিচরণ পাড়া, মহল্লা,স্কুলের সামনের চা দোকানে ও ফুটপাতের অলিগলি। সেখানে থাকা জড়ো হয়ে দীর্ঘ সময় আড্ডা দেয় তারা। প্যাকেট থেকে সিগারেট বের করে দামি লাইটার দিয়ে ধরিয়ে হিরোদের মতো দেয় টান। উচ্চস্বরে গায় হিন্দি কিংবা ইংরেজি গান। এসব কিশোর গ্যাং বর্তমানে পুরো রায়পুর শহরসহ ইউনিয়নের বাজারগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে। যাদের অনেকেই নানা অপরাধে জড়িয়ে পড়ছে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত শহরের গাজী মার্কেট, পোষ্ট অফিস সড়ক, তাজমহল সিনামা হল সংলগ্ন তিনটি চা দোকান, নতুন বাজার, খেজুর তলা, সাগরদী, লেংড়া বাজার, ফিস হ্যাচারী গেইট ও মহিলা কলেজ গেইটসহ একাধিক স্থানে কিশোরদের আড্ডা দেখা যায়। অধিকাংশের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় দন্ডবিধি অনুযায়ী পুলিশ এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না। তাদের আটক করে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠাতে হয়। সেই কারণে অযথা ঝামেলা এড়াতে পুলিশও কঠোর হচ্ছেনা। এ অবস্থায় কিশোরদের অপর্কম নিয়ে অভিভাবক মহলে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-আতঙ্ক। সাগরদী গ্রামের সমাজ সেবক আলী আহমেদ চৌধুরী বলেন, উঠতি বয়সের কিশোররা মাদক নেশায় জড়িয়ে পড়া থেকে শুরু করে চুরি, ছিনতাই, ইভটিজিংয়ে জড়িয়ে পড়ছে। এমনকি নিজেদের অভ্যন্তরীন বা অন্য গ্যাং গ্রুপের সঙ্গে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে পিছপা হচ্ছে না কিশোর অপরাধীরা। এদের পেছনের অন্যতম কারণ রাজনৈতিক ‘বড় ভাই’দের স্বার্থের প্রশ্রয়। পড়াশোনা থেকে ঝরে পড়া এসব কিশোর স্কুল-কলেজ, মাদ্ধসঢ়;রাসার মোড়ে দলবেঁধে মেয়েদের উত্ত্যক্ত করছে। কিশোর গ্যাংদের প্রতিরোধ করতে পারে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল।

জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি বলেন, সম্প্রতি সময়ে রায়পুরে প্রতিটি জনপদে দাপিয়ে বেড়াচ্ছে উঠতি বয়সের বিপদগামী কিশোর গ্যাং। সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক বৈশম্যের কারণে সঠিক সংস্কৃতির বিকাশ না থাকায় আমাদের শিশু সমাজের সামাজিক প্রবাহ থেকে সরে পড়ে এক্টিভিষ্ট উগ্রতা এবং যৌনতা সমাজ বিরোধী কাজে জড়িয়ে পড়ার কারণে আজকের এই কিশোর গ্যাং। সেইজন্য প্রশাসনের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, আগামীতে কোন ধরণের কিশোর গ্যাং থাকবে না। বিপনী বিতান ও স্কুল কলেজের গেইটের সামনে অযথা ঘুরাফেরা অবস্থায় যেই কিশোরকে পাওয়া যাবে তাকে আটক করবে পুলিশ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments