শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে করোনা ভাইরাস থেকে বাঁচতে মসজিদে মসজিদে দোয়া-মুসুল্লিদের কান্না

লক্ষ্মীপুরে করোনা ভাইরাস থেকে বাঁচতে মসজিদে মসজিদে দোয়া-মুসুল্লিদের কান্না

তাবারক হোসেন আজাদ: করোনা সংক্রামক ভাইরাস থেকে বাঁচতে মসজিদে মসজিদে কান্নায় ভেঙ্গে পড়েন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ। মসজিদ কর্তৃপক্ষ ও ডাক্তাররা করোনার বিষয়ে সচেতন হয়ে চলার জন্য পরামর্শ দিয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে হায়দরগঞ্জ সাইয়্যেদ তাহের কেন্দ্রীয় জামে মসজিদ, রায়পুর বড় মসজিদ, বাস্ট টার্মিনাল জামে মসজিদ, সাব-রেজিষ্টার জামে মসজিদসহ জেলার ৫ উপজেলার প্রায় ২হাজার মসজিদের ইমামগন খতমে শেফা দোয়া পড়া হয়। এসময় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে করোনা ভাইরাস থেকে বাঁচার আকুতি জানান। এছাড়াও সামাজিক সংগঠন মানবিক ফাউন্ডেশন, এসোসিয়েসন অব ব্লাড ডোনেটিং অর্গানাইজেশন (রদ্ধ) সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে পথচারী, ভ্রাম্যমাণ ব্যাবসায়ী ও চা দোকানীদের মাঝে মাস্ক, হেক্সিসল বিতরণ করেন। থানা পুলিশের উদ্যোগে সেবা প্রার্থীদের জন্য বেসিনংয়ের ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গফফার জানান, এ পর্যন্ত বিদেশ থেকে আসা ৪৫০জন কোয়ারেন্টাইনে রয়েছে। জেলার ৫ উপজেলায় গত ৩ সপ্তাহে দেশে ফেরত প্রায় ৪ হাজার প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখার নিশ্চিৎ করার জন্য শুক্রবার থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। সদর হাসপাতালসহ উপজেলাতে অবস্থিত জেলা পরিষদের ডাক বাংলোসহ নিরাপদ স্থানে আই সোলেশান ভবন নির্ধারণ করার জন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। জুমার নামাজ শেষে করোনা সংক্রামক সম্পর্কে মুসল্লিদেরকে সচেতনমূলক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া হাসপাতালগুলোতে ১০০ জনের জন্য কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments