শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় করোনায় সন্দেহভাজন ২, কোয়ারেন্টিনে ১০০

সাঁথিয়ায় করোনায় সন্দেহভাজন ২, কোয়ারেন্টিনে ১০০

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় প্রানঘাতী করোনাভাইারাসে আক্রান্ত ২জনকে সেেন্দহ করা হয়েছে। দু,জনের বয়স ষাটোর্ধ বলে জানা যায় । সাঁথিয়া হাসপাতাল সূত্রে জানায় তাদের কাছে করোনা সনাক্ত করার মত কোন কিটস নেই । শুধুমাত্র লক্ষনের ওপর ভিত্তি করে এদের সন্দেহ করা হয়েছে। এদের মধ্যে একজন সাঁথিয়ার নাগরিক অন্যজন পাশ্ববর্তী উপজেলা ফরিদপুর উপজেলা থেকে আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন । তাদের বার্তা বাংলােেদশের একমাত্র পরীক্ষাগার আইইডিসিআর ঢাকাকে জানানো হয়েছে। সংশ্লিস্ট সূত্র জানায় সাঁথিয়া হাসপাতালে ডাক্তার নার্সদের জন্য পিপিই (পারনোল প্রটেকশন ইকুইপমেন্ট) নাই। তাই রোগী দেখতে গিয়ে তারাও শঙ্কা ও আতঙ্কের মধ্যে রয়েছেন। সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এমে জামাল আহমেদ জানান, বিদেশ থেকে সাঁথিয়ায় এ পর্যন্ত প্রায় ২’শ ৪২জন নাগরিক বাড়ি এসেছে। উপজেলা স্বাস্থ্য সুরক্ষা টিমের মাধ্যমে তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১০০জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকীদের জন্য টিমের কাজ চলমান রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments