বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকরোনা ভাইরাস আতঙ্ক: সাঁথিয়ায় ভোজ্যপন্য ও ঔষধ কেনার হিরিক

করোনা ভাইরাস আতঙ্ক: সাঁথিয়ায় ভোজ্যপন্য ও ঔষধ কেনার হিরিক

আব্দুদ দাইন: করোনা ভাইরাস আতঙ্কে জিনিষপত্র পাওয়া যাবে কিনা এই আশংকায় পাবনার সাঁথিয়ায় প্রয়োজনের অতিরিক্ত বেশী বেশী ভোজ্যপন্য ও ঔষধ কেনার হিরিক পড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মুদি দোকানদার জানান গতকাল থেকে হটাৎ করেই লোকজন ডবল তিন ডবল ভোজ্যপণ্য কেনা শুরু করেছে। চাউল, ডাউল,তেল, আটা,লবন, চিনি, মসলা এ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রয়োজনের তুলনায় অনেক বেশী বেশী করে ক্রয় করছে। একজন ঔষধের দোকানদার এ প্রতিনিধিকে জানান, তার ১৫বছর দোকানদারী জীবনে গতকাল ৩০হাজারের অধিক টাকার ঔষধ বিক্রি করেছেন। সাধারনত তিনি দিনে ৫/৬হাজার টাকার ঔষধ বিক্রি করে থাকেন। ক্রেতার সাধারনত নাপা, এইসপ্লাস ও ঠান্ডা সারানোর ঔষধ বেশী করে কিনছে। একজন ক্রেতা জানান, করোনার কারণে গাড়ী-ঘোড়া বন্ধ হয়ে গেলে পণ্য সামগ্রীর দাম বেড়ে যেতে পারে তাই অগ্রিম প্রস্তুতি। ভোক্তা অধিকার সংরক্ষন সাঁথিয়া উপজেলা কমিটির সভাপতি ডা. মনসুল ইসলাম জানান, হুজুকে বাঙালি, অনেক সময় বৃথা আতঙ্কিত হয়ে বাজার অস্থির করে ফেলে । সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বলেন, ক্রেতা তার ইচ্ছামত পণ্য ক্রয় করতে পারে তবে দোকানদাররা বেশী মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments