শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাটাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতে ২০ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে ভ্রাম্যমান আদালতে ২০ ব্যবসায়ীকে জরিমানা

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলে করোনা ভাইরাস আতঙ্কে পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও দাম বেশির রাখার অভিযোগে টাঙ্গাইল সদর, কালিহাতী ও গোপালপুর উপজেলায় ২০ অসাধু ব্যবসায়ীকে ২লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে শহরের পার্ক বাজারে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো.আতিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার ১৩ জনকে ১লাখ ৬০ হাজার, গোপালপুর উপজেলার ৫ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।কালিহাতী উপজেলার ২জনকে ৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান। দণ্ডপ্রাপ্তরা পেঁয়াজ ব্যবসায়ী ও চাল ব্যবসায়ী। সদর উপজলার দন্ডপ্রাপ্তরাহলেন- চাঁন মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, গোবিন্দ সরকার, সবুজ মিয়া, হাসু মিয়া, আকমল হোসেন, জোয়াহের আলী, সেকান্দার হোসেন, সিদ্দিকুর রহমান, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন এবং আমিনুল ইসলাম । নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। কালিহাতী উপজেলার রামপুর ভাষানী মার্কেটে দন্ডপ্রাপ্ত ব্যবসাীরা হলেন,চাল ব্যবসায়ী মানিক ও পেয়াজ ব্যবসায়ী স্বপন।এছাড়াও গোপালাপুরের ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments