বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

উল্লাপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বেলা এগারোটায় এ সভা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ও সচেতনতায় উপজেলা প্রশাসন মাঠে নেমেছে। এরই মধ্যে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন হাট বাজারে হাত ধোয়ার জন্য মোট ২০টি পানির ড্রাম বসানো হয়েছে। এর সাথে রাখা হয়েছে হ্যান্ড ওয়াশ, সাবান ও টিস্যু পেপার। এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশ, আনসার, স্বাস্থ্যকর্মী ও ইউপি সদস্যদের সমন্বয়ে ৩০টি কমিটি গঠন করে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনকে সচেতন করা হচ্ছে। গোটা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে মাইকিং করা হচ্ছে। পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ বিদেশ ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নিশ্চিত করছে। এর পিছনে উপজেলা প্রশাসন সহযোগিতা দিচ্ছে। এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান রিবলী ইসলাম কবিতা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া। এছাড়া ইউপি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments