শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাশ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে যুবক ভর্তি, ১১ বাড়ি লকডাউন

শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেলে যুবক ভর্তি, ১১ বাড়ি লকডাউন

বাংলাদেশ প্রতিবেদক: নীলফামারীতে শ্বাসকষ্টে ভুগতে থাকা এক যুবককে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। ওই যুবকের বাসা ও আশপাশের সাতটি দোকানসহ ১১টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছেন ওই যুবক। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানোর কথা জানান চিকিৎসকরা। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমুল কুমার। সতর্কতা হিসেবে ওই যুবকের বসতঘর, আশপাশের দুটি বাড়ি, একটি হোটেল ও সাতটি দোকান লকডাউনের সিদ্ধান্ত নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শহীদুল্লাহ বলেন, গত কয়েকদিন ধরে জ্বর কাশি। শ্বাসকষ্ট বেশি হওয়াতে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, এখানকার ১১টি দোকান ও বাড়ি আমরা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments