শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়া উপজেলা প্রশাসনের জনসচেতনতা ও বাজার মনিটরিং

সাঁথিয়া উপজেলা প্রশাসনের জনসচেতনতা ও বাজার মনিটরিং

আব্দুদ দাইন: মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসচেতনতা সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন সাঁথিয়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ফয়সাল রায়হান ও পুলিশের উপস্থিতিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন বাজার ও অলিতে গলিতে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন করতে নানাবিধ দিকনির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেয়া হয়। সেই সাথে কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক ও হাতে গ্লাবস পরার পরামর্শ দেন। এ ছাড়াও কর্মকর্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বিনা কারণে লোকসমাগম না করার তাগিদ দেন এবং হোম কোরেন্টাইন নিশ্চিত করে করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments