বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটের ক্ষেতলালে জ্বর-ডায়রিয়ায় তরুণের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

জয়পুরহাটের ক্ষেতলালে জ্বর-ডায়রিয়ায় তরুণের মৃত্যু, ১০ বাড়ি লকডাউন

এস এম শফিকুল: বগুড়া থেকে বাড়িতে রেখে যাওয়ার একদিন পর জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ বর্মণপাড়া গ্রামের এক যুবক আজ বৃহস্পতিবার দুপুর বরোটায় হাসপাতাল নেওয়ার পথে মারা গেছেন। এ ঘটনায় ওই যুবকেরসহ দশটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। মারা যাওয়া ওই তরুণের নাম নির্দোষ চন্দ্র (২১)। তিনি ওই গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। নিদোর্ষ চন্দ্র বগুড়া শহরের একটি ডাল প্রস্তুতের কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম জানিয়েছেন। তিনি আরো বলেন, কারখানায় সে অসুস্থ হয়ে পড়লে ওই কারখানার লোকজন বুধবার তাকে নিজ বাড়িতে রেখে যায়। তাঁকে সিএনজিযোগে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে উপজেলার ফুলদিঘী বাজার এলাকায় মারা যান। ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউর রহমান বলেন, ওই যুবক বগুড়াতে একটি ডালের কারখানায় শ্রমিকের কাজ করতেন। সেখানে তিনি অসুস্থ হন। ওই যুবক জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা তাঁর নমুনা সংগ্রহ করেছি। ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, মৃত ওই যুবক যে নয়টি বাড়ির লোকজনের সংষ্পর্শে এসেছিলেন। যুবকেরসহ দশটি বাড়ি লকডাউন করা হয়েছে। সিভিল সার্জন ডা: সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়ার একটি খাদ্য কারখানায় কর্মরত শ্রমিক নির্দোষ চন্দ্র গত ৮দিন ধরে জ¦র,সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে সে করোনা আক্রান্ত ছিল কিনা। এদিকে তার মৃত্যুর খবর পাওয়ার পরেই স্থানীয় প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ প্রতিবেশির দশটি বাড়ি লগডাউন করেছে সেই সাথে ওই এলাকায় লোক সমাগমে নিষেধাক্ষাও দিয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments