বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে সামাজিক দুরত্ব না মেনে ত্রান বিতরণ

চৌহালীতে সামাজিক দুরত্ব না মেনে ত্রান বিতরণ

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালীতে একটি ত্রান বিতরন অনুষ্ঠান নিয়ে সমালোচনা চলছে। করোনা পরিস্থিতিতে উদ্যোক্তারা নিজেরাই সামাজিক দুরত্ব না মেনে তুলে দিয়েছেন এই ত্রান। এতে উপস্থিত ছিলেন স্থানীয় ইউএনও নিজেই। তিনি জানিয়েছেন অতিরিক্ত লোক সমাগমের কারনে এমন অবস্থা হলেও আগামী পুরো বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করা হবে। জানা যায়, চৌহালী উপজেলার দুর্গম উমরপুরের ইউনিয়নের বাসিন্দা ঢাকার ওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম ব্যক্তিগত ভাবে করোনা প্রভাবে চরাঞ্চলের বেকার অসহায় ৯ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনে প্রস্তুতি গ্রহন করে। মঙ্গলবার সকালে প্রথম পর্যায়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এক হাজার পরিবারের মাঝে পরিবার প্রতি ৮ কেজি চাল, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তৈল ও ১ কেজি ছোলা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ আব্দুল মতিন প্রধান, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন মন্ডল, ওয়াটা কেমিক্যাল লিমিটেডের পরিচালক প্রকৌশলী এ এইচ এম আব্দুল্লাহ, মাহমুদুল হাসান মাসুদ। খাদ্য সামগ্রী বিতরনের সময় গ্রহীতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে পদক্ষেপ নেয়া হলেও মানেন নি উদ্যোক্তারা। তারা এক সাথে ১৬ জন গা ঘেঁসে দাঁড়িয়ে এই খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। এ নিয়ে দায়িত্বশীল মহলে সমালোচনা চলছে। এ ব্যাপারে ওয়াটা কেমিক্যাল লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম জানান, আমি নিজে থেকে যখন ত্রান দিয়েছি তখন ঠিকই ছিল। এরপর ভীড় হতে পারে। বিষয়টি নিয়ে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ জানান, আসলেই পুরো নিয়ম মেনে ত্রান সামগ্রী বিতরন করতে পারি নাই। আগামীতে এসব কার্যক্রমে সামাজিক দুরত্ব বজায় রেখেই বন্টন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments