বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলামিঠাপুকুরে ৩শ৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন সচিব রেজাউল আহসান

মিঠাপুকুরে ৩শ৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন সচিব রেজাউল আহসান

জয়নাল আবেদীন: রংপুরে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া মানুষদের মাঝে ত্রান বিতরন অব্যাহত রয়েছে । রোববার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া ৩শ ৮০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন রংপুর জেলার দায়িত্ব প্রাপ্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব রেজাউল আহসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গা, মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস । প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২টি মিষ্টি কুমড়া, ১টি সাবান এবং ২০ প্যাকেট শিশু খাদ্য বিতরন করা হয়। এদিকে পুরো মাস ব্যাপি ত্রাণ বিতরনের অংশ হিসেবে ফ্রেন্ডস অফ হিউম্যানিটি সংগঠনের সহযোগিতায় রংপুর নগরী ২৭নং ওয়ার্ডে বসবাসরত ৬শ৫০টি গরীব পরিবারের মাঝে ১০কেজি চাল, ২কেজি আটা, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ২ কেজি আলু বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সংস্থার নির্বাহী পরিচালক ও ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ, ওয়ার্ডের মহিলা কাউন্সিলর (সংরক্ষিত) মনোয়ারা সুলতানা মলি, সংস্থার ভাইস প্রেসিডেন্ট এম.এ.বারী, সহকারী পরিচালক মোঃ শরফুদ্দিন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ ছাব্বির হোসেন, নির্বাহী কমিটির কার্য্যকরী সদস্য ওয়াকিল আহমেদ উপস্থিত ছিলেন।অপরদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সকালে নগরির আদর্শ পাড়ায় ৫ শ পবিরারের মাঝে ১ কেজি দুধ, ১০ টি করে ডিম বিতরণ করেন জাপা নেতা হাজী আব্দুর রাজ্জাক । এই বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস পর্যন্ত চলমান থাকবে বলে তিনি জানান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments