শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে কৃত্রিম জলাবদ্ধতার ফলে ক্ষতির আশঙ্কা

সুন্দরগঞ্জে কৃত্রিম জলাবদ্ধতার ফলে ক্ষতির আশঙ্কা

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৌজার চাপড়াপাড়াস্থ তিস্তা নদীর ডানতীর বেড়িবাঁধে স্লুইচ গেইটে সংযোগকৃত নালার পানি প্রবাহের পথ বন্ধ করায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করেছেন আলহাজ্ব দেলোয়ার হোসেন গং। জানা যায়, উক্ত গ্রামের মৃত দরছ আলীর পুত্র আলহাজ্ব দেলোয়ার হোসেন গং পূর্ব শত্রুতামূলক তিস্তানদীর ডানতীর বেড়িবাঁধের পশ্চিম পাশে সংযোগকৃত পানি প্রবাহের নালার খননকৃত পথ বন্ধ করায় উজানের ৫’শ হেক্টর আবাদি জমিসহ বসবাসরত বাস্তবাড়ি, মৎস্য খামারে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে ন্যায় বিচার চেয়ে উক্ত গ্রামের জনৈক আব্দুর রাজ্জাকসহ সোয়া ২’শ জন ভুক্তভোগী যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে অভিযোগকারীগণের মধ্যে আব্দুর রাজ্জাক জানান, চলতি বর্ষা মৌসূমে পানি প্রবাহের নালার পথ খুলে না দিলে শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের গাছবাড়ি, ছাতিনামারী, চাপড়া গ্রামসহ চন্ডিপুর ইউনিয়নের সীচা মৌজার হাজার হাজার হেক্টর আবাদি জমি অনাবাদিতে পরিণত হবে। এ জলাবদ্ধতার ফলে বসতবাড়িসহ মাছ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কাও রয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলহাজ্ব দেলোয়ার হোসেন ও তার ভাগ্নে আঃ জলিল জানান, তারা তাদের নিজস্ব জমিতে নালার মুখ বন্ধ করে বসতবাড়ি নির্মাণ করছেন। এতে পানি প্রবাহের পথ বন্ধ হলেও তাদের কিছুই করার নেই।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments