শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপটুয়াখালীর বাউফলে সেই সড়ক নির্মাণ কাজে স্বস্তি

পটুয়াখালীর বাউফলে সেই সড়ক নির্মাণ কাজে স্বস্তি

অতুল পাল: পটুয়াখালীর বাউফলের নাজিরপুর ইউনিয়নের কচুয়া ব্রীজ থেকে বড়ডালিমা পর্যন্ত কার্পেটিং সড়কের নির্মাণ কাজে এবার স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ভোগান্তির পরে নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজে নিম্নমানের ইট- সুরকী ব্যবহারের বিষয়টি আজকের বাংলাদেশ জাতীয় অনলাইন পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসে। পরে ২৪ ঘন্টার মধ্যেই সেই নিন্মমানের ইট – সুরকি অপসরণ করে নেয় সংশ্লিষ্ট ঠিকাদার। পরে সংশ্লিষ্ট দপ্তরের উপস্থিতিতে সিডিউল মোতাবেক নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটির কাজ শুরু করা হয়। সরেজমিনে দেখা যায়, মান সম্পন্ন নির্মাণ সামগ্রী দিয়েই চলছে নির্মাণ কাজ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. মালেক, হালিম ও শাহ আলম মৃধা বলেন, কিছু স্থানে খারাপ ইট ব্যবহার করা হয়েছিল। পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই ইট ঠিকাদার নিয়ে গেছে। এখন ভালো ইট দিয়ে নির্মাণ কাজ চলছে। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই। সংশ্লিষ্ট ঠিকাদার মো. আজিজ মোল্লা বলেন, আমর অনুপস্থিতিতে এক গাড়ি নিম্নমানের ইট রাস্তায় দেয়া হয়েছিল। পরে আমি সেই ইট সরিয়ে ভালো ইট দিয়েছি। এবিষয়ে বাউফল উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, কিছু স্থানে নিম্ননমানের ইট ব্যবহার করা হয়েছিল। আপনাদের লেখায় বিষয়টি নজরে এলে সরেজমিন গিয়ে সেই ইট সরিয়ে ফেলি। এখন ভালো ইট দিয়ে নির্মাণ কাজ চলেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments