শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাচাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু ফের আটক

চাঁদাবাজি মামলায় সাবেক ছাত্রলীগ সভাপতি নিপু ফের আটক

বাংলাদেশ প্রতিবেদক: সিলেটে সন্ত্রাস ও চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে ফের আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর আগেও চাঁদাবাজি মামলায় নিপুকে আটক করা হয়েছিল।

র‌্যাব ৯-এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর টিলাগড় পয়েন্ট থেকে নিপুকে আটক করা হয়।

র‌্যাব জানায়, নিপুর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০১১ সালে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মনোনীত হন নিপু।

সেই কমিটির সভাপতি পঙ্কজ পুরকায়স্থকে বহিষ্কার করা হলে নিপু ভারপ্রাপ্ত সভাপতি হন। নানা অভিযোগের কারণে নিপুর নেতৃত্বাধীন কমিটিকেও স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments