ওসমান গনি: আজ ৩০ ডিসেম্বর সাংবাদিক ও কলামিস্ট ওসমান গনি`র ৪৫তম জন্মদিন। তিনি ১৯৭৫ সালের এই দিনে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মেহার গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মৃত মোঃ আলী মিয়া, মাতা মৃত মোমেনা খাতুন। পরিবারে ৪ ভাই ও ৪ বোন। সাংবাদিক ওসমান গনি ভাইদের মধ্যে দ্বিতীয় আর বোনদের মধ্যে তৃতীয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার ১ ছেলে ও ২ কন্যা সন্তান রয়েছে। তার স্ত্রী শিরিনা আক্তার একটি বীমা কোম্পানীর একজন উন্নয়নকর্মী।
সাংবাদিক ওসমান গনি ১৯৯১ সাল থেকে সাংবাদিকতার জীবন শুরু করেন। তিনি ঢাকার বেশ কিছু জাতীয় পত্রিকায় চান্দিনা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। প্রতিনিধি হিসাবে কাজ করার পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন বাংলা পত্রিকার সম্পাদকীয় পাতার একজন লেখক। তিনি তার ৪৫তম জন্মদিন উপলক্ষ্যে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।