বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে দুই ভাইয়ের পাল্টা পাল্টি সংবাদিক সম্মেলন

বাউফলে দুই ভাইয়ের পাল্টা পাল্টি সংবাদিক সম্মেলন

অতুল পাল: পটুয়াখালীর বাউফলে জমিজমার বিরোধ নিয়ে দুই ভাই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পাল্টা পাল্টি সাংবাদিক সম্মেলন করেছেন। আজ সোমবার সকালে বাউফল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন ছোট মো. জিয়াউল হক জুয়েল।

একই দিন বিকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাউফল শাখা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বড় ভাই মো. মনিরুল ইসলাম শাহিন। তারা দুইজনই উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন মৃধার ছেলে। মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মনিরুল ইসলাম শাহিন বলেন, তিনি তার দাদা মৃত রুস্তম আলীর কাছ থেকে ১৩৫ শতাংশ জমি ক্রয় করেন। সেই সম্পত্তি ছোট ভাই জিয়াউল হক জুয়েলের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন মা- বাবা ও জুয়েল। সম্পত্তি দিতে রাজি না হলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে ছোট ভাই বাবা মোসলেম উদ্দিনকে ভিকটিম সাজিয়ে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা করেন। মনিরুল ইসলাম শাহিন বলেন, ছোটভাই জুয়েল আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছেন। তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন। একাজে বাউফল প্রেসক্লাবের এক সিনিয়র সাংবাদিক আমার কাছে চাঁদা দাবি করেছিল। এব্যপারে চাঁদাবাজির মামলা চলমান রয়েছে। অপরদিকে বাউফল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ছোট ভাই জিয়াউল হক জুয়েল বলেন, বড় ভাই শাহিন মা বাবাকে বিভিন্ন সময় মারধর করেন। সর্বশেষ চলতি মাসের ১০ তারিখ বাবার কাছে ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে শাহিন বাবাকে মারধর করেন ও দোকানের ক্যাশ থেকে ৫৫হাজার টাকা নিয়ে যান। এঘটনায় মামলা চলমান রয়েছে। এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের পারিবারিক মামলা মোকদ্দমা চলছে। তারপরেও আইনীভাবে যেটা করনীয় তাই করবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments