Categories
সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচীর মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা তাদের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় দলীয় কার্যালয় চত্বরে নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে, বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের মুজিব চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করে।

পরে, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উ্িদ্দন শিমুল, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান আরমান, এইচএম ফায়জার রহমান কনক, আরিফুর রেজা ইমন, শাকিউল ইসলাম শাকিল প্রমুখ।

নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এর আগে জেলায় সাবেক ছাত্রনেতারা মৃত্যুবরণ করায় তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সাবেক ছাত্রনেতাদের সম্মাননা হিসেবে স্মারক প্রদান এবং শেষে প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা হয়।

By আজকের বাংলাদেশ

আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।