আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের ট্রাক চাপায় এক শিশু নিহত।
সোমবার( ৩১জানুয়ারি)উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে এক্সভেটর মাটি পরিবহণকারী ট্রাক চাপায় এক শিশু নিহতের সংবাদ পাওয়া গেছে।
নিহত শিশু উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আবুল কালাম এর শিশু পুত্র রাহাত মিয়া(৭)।
নিহত শিশুর চাচা জাকির হোসাইন জানান, দুপুর ২টায় বাড়ির সম্মুখে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারি ট্রাক ভাতিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।