সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeসারাবাংলাসেনবাগে কেন্দ্র দখল করে ব্যালটে সিল, ৩৫ ভোট বাতিল

সেনবাগে কেন্দ্র দখল করে ব্যালটে সিল, ৩৫ ভোট বাতিল

বাংলাদেশ প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রশাসনের কঠোর অবস্থানের কারনে শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টারদিকে এশফাকুল হক মান্না মাদরাসা কেন্দ্রে নৌকা মার্কার লোকজন ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনা ঘটেছে। এসময় কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনী ২ যুবককে আটক করে।আটককৃতরা হচ্ছে নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের ওজি উল্লাহ ছেলর জহির উদ্দিন (৩০) ও একই গ্রামের আবদুল গফুরের ছেলে শাখাওয়াত (২৮) পরে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ৩৫ টি সিল মারা ব্যালট বাতিল করেছে। বিষয়টি বেলা ১১ টার দিকেন নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার কৃঞ্চ গোপাল রায়।

শান্তি পূর্ন ভাবেভোট গ্রহন চললেও কেন্দ্রের বাহিরে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে। আওয়ামীলীগের বিদ্রোহী আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব ও বড়চারিগাঁও ওয়ার্ডের ফুটবল মার্কার প্রার্থী ফখরুল ইসলাম ওই ব্যালটে সিল মারার ঘটনাটি নৌকা মার্কার সমর্থকরা ঘটিয়েছে বলে অভিযোগ করে।

নবীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন ও মেম্বার পদে পুরুষ ৪৪জন ও ১৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছে। বিকাল পৌনে ৬ টার সময় এরিপোর্ট লেখা পর্যন্ত ভোট গননা চলছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments