শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
Homeসারাবাংলাকক্সবাজারে পেশাদার দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ছুরি ও মোটরসাইকেল উদ্ধার

কক্সবাজারে পেশাদার দুই ছিনতাইকারী গ্রেপ্তার, ছুরি ও মোটরসাইকেল উদ্ধার

কায়সার হামিদ মানিক: কক্সবাজার শহরের টেকপাড়া এলাকা থেকে ছোড়াসহ পেশাদার দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে দুইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে দুটি টিপ ছোড়া ও একটি মোটর সাইকেল। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান- পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- শহরের পূর্ব মোহাজের পাড়া এলাকার নুরুল আবসারের ছেলে শহিদুল ইসলাম ওরফে ভাগিনা (২৩) ও ঘোনার পাড়া এলাকার হানিফের ছেলে মোহাম্মদ আমির খান (২০)।
তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছুরি ও একটি নাম্বার প্লেট বিহীন মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

এরমধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে চারটি ও আমির খানের বিরুদ্ধে পাঁচটি (অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি) মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল যোগে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসতেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments