শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪
Homeরাজনীতিবাসার পথে খালেদা জিয়া

বাসার পথে খালেদা জিয়া

বাংলাদেশ প্রতিবেদক: এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন। তার ব্যবহৃত নিশান পেট্রোল জিপটিতে তিনি বাসার উদ্দেশ্যে রওয়ানা করেন। তার গাড়ির সামনের সিটে গৃহকর্মী ফাতেমাকে দেখা যায়। তিনি গাড়ির দ্বিতীয় সিটে বসে আছেন।

বেগম খালেদা জিয়ার গাড়িটি যখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের হচ্ছিল তখন শতাধিক নেতাকর্মী তার গাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments