মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাচট্টগ্রামে শিক্ষিকাকে ধর্ষণের দায়ে অধ্যক্ষের যাবজ্জীবন

চট্টগ্রামে শিক্ষিকাকে ধর্ষণের দায়ে অধ্যক্ষের যাবজ্জীবন

বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামে মাদরাসার এক সহকারী শিক্ষিকাকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদরাসার অধ্যক্ষ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার পর আসামি গ্রেফতার হলেও পরে জামিনে গিয়ে পলাতক হন।

আদালত জানায়, ২০১৬ সালের ৩ জানুয়ারি প্রতিদিনের মতো ক্লাস শেষ করে বাড়ি যেতে চাইলে উক্ত সহকারী শিক্ষিকাকে কাজ আছে বলে কৌশলে আটকে রাখেন মাদরাসার অধ্যক্ষ। একপর্যায়ে মাদরাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন মাওলানা নিজাম উদ্দিন।

এ ঘটনায় একই বছরের ২৬ সেপ্টেম্বর ভিকটিম নিজে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পরের বছরের ৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এক পর্যায়ে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামি মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয়। বিচার চলাকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments