সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ওসি আব্দুল লতিফ তরফদার

তাহিরপুরে ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ওসি আব্দুল লতিফ তরফদার

আহম্মদ কবির: আসন্ন ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে, তাহিরপুর থানা পুলিশ সম্পুর্ণভাবে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার ৩ফেব্রুয়ারি,সুনামগঞ্জের তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে,উনার দায়িত্বরত এলাকার সর্বসাধারণকে আস্বস্ত করেন।এই নির্বাচনে কাউকেই সহিংসতা করতে দেওয়া হবে না।প্রতিটি কেন্দ্র পুলিশের নজরদারিতে থাকবে।

উনি বলেন আপনারা জানেন আগামী ০৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে তাহিরপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থী, ভোটারসহ স্থানীয় জনতার মধ‍্যে একটাই প্রশ্ন নির্বাচন কি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমি অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই অবশ‍্যই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা মিছেমিছি অজানা টেনশন নিবেন না। মিথ‍্যা গুজব ছড়াবেন না। আস্থা বিশ্বাস হারাবেন না।আল্লাহর উপর আস্থা থাকলে ধৈর্য ধারন করুন। আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা করুন। কথা দিলাম ইনশাআল্লাহ আগামী ০৭ ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব।

উনি সবাইকে দেশের প্রতি ভালবাসা। দেশের জন্য কাজ করা ও মনকে স্বচ্ছ রাখা এবং অশুভ চিন্তা থেকে দূরে থাকার আহবান জানান।

উল্লেখ্য যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১শত জন,সাধারণ সদস্য পদে ২শত জন,ভোট যুদ্ধে নেমেছে।এ উপজেলায় ১ লক্ষ ৪২ হাজার ৫শত ৮৫ ভোট রয়েছে। ৭টি ইউনিয়নে ৭১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments