আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসক শরীফুল ইসলাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সালাম আকন্দ,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম হাবিবুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক,পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী উপস্থিত ছিলেন।
ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, ২০২১-২২ অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য” উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।